চাঁদ ও শুক্র
মোঃ ইজাজ আহামেদ
প্রথম রোজার আগমনে
শুক্রবারের নিশিভোর আনন্দে
নৃত্য শুরু করেছে
শিশুদের মতো
গাইছে সঙ্গীতও;
মৃদুমন্দ বাতাস বলে যাচ্ছে
ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা বারতা কানে কানে।
প্রথম রমজানের সুগন্ধ মেখে
ঠোঁটের কোণে এক টুকরো হাসি নিয়ে
আকাশ থেকে সিড়ি বেয়ে সকাল আবির্ভূত হয়েছে।
আত্ম-পরিশুদ্ধির চেতনার পাখিরা বসছে
ডানা মেলে মনের ডালে ডালে,
ইফতারের মুহূর্তে ভেসে আসছে
মুয়াজ্জিনের সুমধুর আজান মসজিদ থেকে;
মৃদুমন্দ বাতাস আদরের আল্পনা এঁকে যাচ্ছে দেহ মনে।
পশ্চিম আকাশে একফালি চাঁদ মারছে উঁকি
শুকতারাকে নিয়ে হাঁটতে হাঁটতে
যেন চাঁদ হাঁটছে তার হাত ধরে
বড়ো ভাইয়ের পিছনে থাকা ছোট ভাইয়ের হাত ধরে
এগিয়ে নিয়ে যাওয়ার মতো
কিংবা দোতলা ও নিচতলার জানালা দিয়ে
উঁকি মারার মতো
দোতলায় চাঁদ, নিচ তলায় শুক্র গ্রহ।
কত আলোকবর্ষ পথ অতিক্রম করে এসেছে
এক ফ্ল্যাটের মাঝে!
বিস্ময় নয়নে অপলক দৃষ্টিতে
তাকিয়ে আছে নীল গ্রহবাসী,
তাকিয়ে আছে স্মার্টফোনের অসংখ্য চোখও,
ক্যাপচার করছে বিরল অপরূপ দৃশ্য।
কত বিচিত্র ভাবনার তারকারা দিচ্ছে উঁকি
মানুষের মনের মহাকাশে!
বন্যার মতো পোস্ট-কমেন্ট দৌড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে।