Spread the love

ঘুন ধরেছে সমাজে
পঞ্চু নস্কর

সবাই বলে ঘুন ধরেছে, সমাজের অন্তরে,
আমি শুনে খুঁজতে থাকি, দেখি তাহার ভিতরে।
সমাজ সেতো মানুষ তৈরি, রীতি নীতি প্রথায়,
ঘুনটা তবে ধরবে কেমন, খুঁজতে থাকি সেথায়।
অবশেষে খুঁজে পেলাম, ঘুনের বিবরণ,
ঘুন ধরেছে মানুষ মনে, এটাই আসল কারণ।
সাময়িকী নিজের স্বার্থে, দৌড়ে আছি সবাই,
মাঝে মধ্যে মিথ্যে কথায়, গাইছি নিজের সাফাই।
অবিশ্বাসের বাতাবরণ, হচ্ছে তৈরি সবার মনে,
সম্পর্কগুলো হচ্ছে নষ্ট, সবাই কিন্তু একাসনে।
নিজের মতকে খাড়া রাখতে, তর্ক জুড়ি গায়ের জোরে,
নিচু তলায় হিংসা, খুন, আসছে সব পরস্পরে।
সত্যি কথা বলায় লোকে, পাচ্ছে মনে ভীষন ভয়,
না জানি কোন আপদ জোটে, কে কিসে রুষ্ট হয়।
ধীরে ধীরে আত্মকেন্দ্রিক, প্রবনতায় বাড়ছে জোর,
আমরা সবাই ইদুর দৌড়ে, আছি যেন নেশার ঘোর।
ঘুন ধরেছে মোদের মনে, সততা গেছে ছেড়ে,
দোষ দিচ্ছি সমাজটাকে, লুটে চলেছি ক্রোড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *