Spread the love
দীপাবলির আলোক মালায় 
গৌতম বাড়ই 
🌱 🌱 🌱 🌱
আলেকজান্ডারের তিনশো তিরাশি নম্বর
ঘোড়াটা জল পান করতে ঝিলম নদীতে নেমেছিলো।সওয়ারীও ক্লান্ত।কি দরকার ছিলো?অতদুর থেকে ধেয়ে এসে।
দীপাবলীর আলোকমালায় সজ্জিত
সারাদেশ। এভাবেই কি আলোকসজ্জা
প্রসারিত হবে সুদূর মেসোপটেমিয়ায়,ম্যাসিডোনিয়ায়।
আলোকের মালাগুলো বড় নিষ্প্রভ স্বদেশেই,
তবে আর মিথ্যে সজ্জা কেন সুদূর বিদেশ বিভূঁইয়ে?
দীপাবলীর আলোকে আজও ঘুচলো না
অন্ধকার তমনিশা।
শুধু একরাশ বুভুক্ষু কান্না চাপা পড়ে,
দীপাবলীর জয়ধ্বনির শব্দবাজীতে।
ঝিলম নদীর জল আজও বড় অস্থির
উপদ্রুত, আলেকজান্ডারের ঘোড়ারা এখন
ক্রমশঃ হিমশীতল অন্ধকার যুগের প্রায়।
——————————-x————————–
GOUTAM BARAI 
BEHALA KOLKATA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *