Spread the love

                   ★বাংলাদেশ★
                        ————
    * কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান
        ।।  চট্টগ্রাম ,,  বাংলাদেশ ।।
তাক করা ঋজু চকচকে স্ট্যানগান
শ্যেনদৃষ্টি হানাদার পানে,
কান খাড়া স্বাধীন বাংলা বেতারে-
বুকে বাংলাদেশ মনে-প্রাণে।
অভুক্ত অবেলায় চার প্রহর
পিপাসায় জিভ লকলকে,
অবাধ রোদ-বৃষ্টি, ধূলিকণায়-
বাদামী শরীর থকথকে।
সিনাটাকে জায়নামাজ বানিয়ে
বিছিয়ে দিলাম বাংলার জমিনে,
তাক করা ঋজু চকচকে স্ট্যানগান
শ্যেনদৃষ্টি হানাদার পানে।
পাড় থিতু হয়ে পড়ে রই অভিকর্ষ বলে
পথ-ঘাট, বন-বাদারে, এখানে -সেখানে
ফাঁক-ফোকর কিংবা আড়াল-আবডালে !
মন মননে ভেসে উঠে-
মায়ের নির্মল বদনখানি ,
বাবার যত আদুরে শাসন,
বোনের শত বায়না ধ্বনি।
তবুও স্বদেশ-প্রেমে দম অফুরান,
পরম সাহসে,সকাশে হই আগুয়ান,
অহর্নিশি বাংলাদেশি যেন শত ধকলে।
মরণ নেশায় ঝাঁপিয়ে পড়ি
কাফন বাঁধা কপালে,
এক দেহ, এক প্রাণ
মুক্তিসেনা সকলে।
শকুনেরা লুটিয়ে পড়ে
লাল-সবুজের হুংকারে,
বিজয়ের ঐ ঘন্টা বাজে
স্বাধীনতার ঝংকারে।
ত্যাগের অসীম মূল্য চুকিয়ে
পেলাম আমার স্বাধীন দেশ,
বাংলাদেশ তুমি অক্ষয়,অজর
তুমিই শুরু, তুমিই শেষ ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *