মুমূর্ষু প্রাণের দীর্ঘশ্বাস
-কাছেন রাখাইন
*********************
আমার এখনো অনেক কাজ বাকী
আমার প্রেমটুকু তোমার জন্য সঞ্চিত রেখে
আমি কর্মের কঠিন পথে নামতে বসেছি;
জীবনের শাখা-প্রশাখায় যদি পারি
মানুষকে ভালোবেসে যেতে-তবে তাই হোক।
আমার মন যদি অপূর্ণতার হাহাকারে কেঁদে উঠে কখনো আমি মানবো না হার।
*********************
আমার এখনো অনেক কাজ বাকী
আমার প্রেমটুকু তোমার জন্য সঞ্চিত রেখে
আমি কর্মের কঠিন পথে নামতে বসেছি;
জীবনের শাখা-প্রশাখায় যদি পারি
মানুষকে ভালোবেসে যেতে-তবে তাই হোক।
আমার মন যদি অপূর্ণতার হাহাকারে কেঁদে উঠে কখনো আমি মানবো না হার।
শুধু তোমাকে পাওয়ার প্রবল ইচ্ছাটুকু আমার
তোমাকে কাছে টানার দুঃসাহস
তোমাকে চাওয়ার স্পর্ধিত অধিকার
তুমি যেখানে যেভাবে থাক-তোমার একফোঁটা
চোখের জল ফেলে চিরতরে মুছে দিও।
তোমাকে কাছে টানার দুঃসাহস
তোমাকে চাওয়ার স্পর্ধিত অধিকার
তুমি যেখানে যেভাবে থাক-তোমার একফোঁটা
চোখের জল ফেলে চিরতরে মুছে দিও।
নিজের মতো করে সাজিয়ে নিও তোমার
সুখের পৃথিবীটা,যেখানে থাকবে না আমার
এতোটুকু কোলাহল,আর্তচিৎকার;
থাকবে আমার মুমূর্ষ প্রাণের
নিঃশব্দ দীর্ঘশ্বাসটুকু।
তবু ভালো, তোমার সুখের জন্য
আমার বিদায় হোক,
অনিবার্য ভাবে বিদায় হোক,
পৃথিবীর সমস্ত সুখ –
তোমাকে ঘিরে থাকুক।
——————————
সুখের পৃথিবীটা,যেখানে থাকবে না আমার
এতোটুকু কোলাহল,আর্তচিৎকার;
থাকবে আমার মুমূর্ষ প্রাণের
নিঃশব্দ দীর্ঘশ্বাসটুকু।
তবু ভালো, তোমার সুখের জন্য
আমার বিদায় হোক,
অনিবার্য ভাবে বিদায় হোক,
পৃথিবীর সমস্ত সুখ –
তোমাকে ঘিরে থাকুক।
——————————