Spread the love

                        চিরন্তন 
          ✍️কনককান্তি মজুমদার✍️
             *******************
বিবশতার ডাক অন্তিম আয়োজনে
আলস্যের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয়
অনীহার উপঢৌকনে অনন্তের যাত্রাপথ
বিস্ময় বিহ্বলতার দুয়ারে অসাড়তার আলিঙ্গন
পরিবর্তনের আঘাটায় অনির্বচনীয় উপলব্ধি
চেতনার আড়াল দিয়ে সুস্থির উপস্থিতি
জ্ঞান সমুদ্র সন্তরণে বৈকুণ্ঠের সোপান
একাসনে মন্ত্র উচ্চারণ জগত সিদ্ধি
নীরবতার বেড়াজালে অনশন ক্লিষ্ট শিব
সঙ্কল্পের মহামিলনে আনন্দের মহাপ্রস্থান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *