হেমন্তের ভোরে
ইয়াসির আজিজ
🌱 🌱 🌱 🌱 🌱
কী যেন বলছিলে তুমি স্বপ্নে
শুনতে পাইনি, আমাকে দিচ্ছিল ঢেকে ফসলের গভীরতা…
মাটির শরীর সোনায় মোড়ানো হয়ে গেল
তোমাকে বসানো হলো পূজার বেদীতে
হেমন্ত এসেছে প্রিয় পূজারিণী হয়ে
অর্ঘ্য দিচ্ছে সোনালি কুয়াশা…
শুনতে পাইনি, আমাকে দিচ্ছিল ঢেকে ফসলের গভীরতা…
মাটির শরীর সোনায় মোড়ানো হয়ে গেল
তোমাকে বসানো হলো পূজার বেদীতে
হেমন্ত এসেছে প্রিয় পূজারিণী হয়ে
অর্ঘ্য দিচ্ছে সোনালি কুয়াশা…
চরাচর ঢেকে গেছে কুয়াশায়
মাটির কুটিরে দুজন মানুষ আছে শুয়ে
ভোরের আলোর মতো ফুঁটে উঠছে আমার হৃদয়
মাটির কুটিরে দুজন মানুষ আছে শুয়ে
ভোরের আলোর মতো ফুঁটে উঠছে আমার হৃদয়
____
একটি নতুন সকাল
***************
ইয়াসির আজিজ
🌱 🌱 🌱 🌱 🌱
একটি নতুন সকাল আমাকে কতোটা পুরনো করে!
রাতের স্বপ্নের ভাসাভাসা দৃশ্যগুলি
খাঁচার পাখির মতো ডানা ঝাপটায়
বটের অনেক পাতা ঝরে যায়
কীরকম ন্যাড়া ন্যাড়া লাগে গতকালের আমাকেও।
একটি নতুন সকাল আরো খানিকটা
স্পষ্ট করে দেয় ধুলোর বিষণ্নতাকে
হলুদ ঘাসের গায়ে জমে থাকা ধুলো
কিংবা ধরো বুকের ভেতরকার ধোঁয়াচ্ছন্ন শূন্যতা
বুঝে ফেলে যেন জীবনের কিছু নিবিড় প্রতারণা
রাতের স্বপ্নের ভাসাভাসা দৃশ্যগুলি
খাঁচার পাখির মতো ডানা ঝাপটায়
বটের অনেক পাতা ঝরে যায়
কীরকম ন্যাড়া ন্যাড়া লাগে গতকালের আমাকেও।
একটি নতুন সকাল আরো খানিকটা
স্পষ্ট করে দেয় ধুলোর বিষণ্নতাকে
হলুদ ঘাসের গায়ে জমে থাকা ধুলো
কিংবা ধরো বুকের ভেতরকার ধোঁয়াচ্ছন্ন শূন্যতা
বুঝে ফেলে যেন জীবনের কিছু নিবিড় প্রতারণা
জীবন আরেকটু এগোয় প্রতিটি সকালে
আমার জীবন, আমাদের জীবন, পৃথিবীরই জীবন সমগ্র
মহাশূন্যে পাক খায়
আমার জীবন, আমাদের জীবন, পৃথিবীরই জীবন সমগ্র
মহাশূন্যে পাক খায়
***************