Spread the love

বার্তা ইন্দ্রাণী 
                ✍️বন্দোপাধ্যায়✍️ 
যায় না দেখা,এপার-ওপার
মধ্যিখানে বইছে পাথার,
এপারে তে দাঁড়িয়ে  একা
ভাবছি  যদি  পাই গো দেখা
দেখছি দূরের  চাঁদটাকে
তোমার চোখেও  পূর্ণ যে!
আকাশের  নীল-নীলিমায়,
আলো-আঁধারি দোদুল
ছায়ায়,
চন্দ্রানী আলোকে, সাগরের
ঢেউ  এসে-
কানে কানে বলল যে,
বহিরে বৃথাই  খোঁজো,
অন্তরে চেয়ে  দেখো
আমি আছি  তোমাতে।।

———–***———-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *