Spread the love
ভাঙ্গন কাল 

                     ইছামতী সেন
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 ভাঙ্গন শুরু হয়েছিল তখনই-
যখন দু’পয়সার কাঁটাতারের বেড়া
আমার ভাগ্য ঠিক করে দিল,
বলে দিল-তুমি এখানে নও
তুমি ওখানে যাও।
ভাঙ্গন শুরু হয়েছিল তখনই,
যখন পদ্মা পেরিয়ে-
গঙ্গা র পাড়ে গড়েছিলাম আস্তানা,
পুলিশের লাঠি বলেদিলো-
তুমি এখানে নও, তুমি ওখানে যাও।
ভাঙ্গন শুরু হয়েছিলো তখনই-
যখন ছেঁচাবেড়া আর টালি দিয়ে
মাথা গোঁজবার ঠাঁই করেছিলাম
সরকারের দেগে দেওয়া নম্বর বলেদিলো-
তুমি এখানে নও, তুমি ওখানে যাও।
ভাঙ্গন শুরু হয়েছিলো তখনই,
যখন বস্তি উচ্ছেদ করে
এক টুকরো জমি পেলাম কলোনি গড়তে।
আনন্দে সবার মুখে হাসি,
ভয় শুধু মনে; কখন বলবে-
তুমি এখানে নও তুমি ওখানে যাও।
ভাঙ্গনের খেলা খেলতে খেলতে
জমে উঠলো সংসারের খেলা।
পায়ে পায়ে বেড়ে গেল পরিজন ।
খন্ড খন্ড হয়ে গেল পরিবার।
স্বপ্নের মত শুনতে পাওয়া শুধু-
তুমি এখানে নও, তুমি ওখানে যাও।
ভাঙ্গনের পাঠ ভুলতে বসেছি যখন
তখন পেলাম ঠিকানা-
দুর্গা পিতুরি লেন, সেঁকরাপাড়ার ।
ছোট্ট একটা দশ বাই দশ ঘর ,
সমস্ত সংসার তাতে মোড়া ,
নিঃস্ব জীবনে সম্বল দুটো হাত,
তারই খেলায় গড়ে নারীর আভূষণ,
তৃপ্তির হাসিতে সময় বয়ে চলে,
ঠিক তখনই ধরলো ফাটল ।
দশ বাই দশকে দু’ ভাগ করে
চিড় ধরলো দেওয়ালে ।
ঠিক যেন সেই কাঁটাতারের দাগ,
সেই হারিয়ে যাওয়া নির্দেশ –
তুমি এখানে নও, তুমি যেখান পারো যাও।
ভাঙ্গন শুরু হোলো এখন- ই
যখন বয়স নেই কিছু গড়বার।
শুধু আছে সবকিছু হারাবার ।।
                              
                          -ইছামতী সেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *