কবিতাঃ অন্তর্ভেদ
লেখকঃ আল- আমিন (বিশ্বাসী)
লেখকঃ আল- আমিন (বিশ্বাসী)
🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱 🌱
কেউ শুনবে? আমি এক শান্ত,
নিজের জন্য-
আমি এক দূর্দান্ত,
সবার জন্য।
নিজের জন্য-
আমি এক দূর্দান্ত,
সবার জন্য।
কেউ জানবে? আমি খুবই হীনমন্য,
নিজের জন্য-
আমি খুবই অগ্রগন্য,
তোমাদের জন্য।
নিজের জন্য-
আমি খুবই অগ্রগন্য,
তোমাদের জন্য।
আমার দানে, আমার মানে তোমরা ধন্য
অথচ!সবার পানে,তোমার সনে আমি নগণ্য।
সর্ব জন্য- সর্ব গণ্য- সর্ব ধন্য আমি অভেদ;
তোমার আচরণে,তোমাদের ভাষণে আমার অন্তর্ভেদ।
অথচ!সবার পানে,তোমার সনে আমি নগণ্য।
সর্ব জন্য- সর্ব গণ্য- সর্ব ধন্য আমি অভেদ;
তোমার আচরণে,তোমাদের ভাষণে আমার অন্তর্ভেদ।
কেউ মানবে? আমি আজ পড়ন্ত,
নিজের জন্য-
আমি আজ দূরন্ত,
ওদের জন্য।
নিজের জন্য-
আমি আজ দূরন্ত,
ওদের জন্য।
কেউ বুঝবে? আমি প্রচন্ড দূর্বল,
নিজের জন্য-
আমি প্রচন্ড অন্তঃসবল,
শুধু তোমার জন্য।
নিজের জন্য-
আমি প্রচন্ড অন্তঃসবল,
শুধু তোমার জন্য।
আমার ধ্যানে,আমার জ্ঞানে তুমি পূর্ণ,পূণ্য
অথচ,তোমার পানে,ওদের সনে আমি শীর্ণ, গুণ্য।
সর্ব জনে- সর্ব সনে- সর্ব ক্ষণে আমি অভেদ;
তোমার চলনে,ওদের বলনে আমার অন্তর্ভেদ।
অথচ,তোমার পানে,ওদের সনে আমি শীর্ণ, গুণ্য।
সর্ব জনে- সর্ব সনে- সর্ব ক্ষণে আমি অভেদ;
তোমার চলনে,ওদের বলনে আমার অন্তর্ভেদ।
আমি মানবো না,আমি শুনবো না কোনো কারণ-
তুমি ও করো না, তোমরাও দিওনা কোনো বারণ।
তুমি ও করো না, তোমরাও দিওনা কোনো বারণ।
আমার ত্যাগে, মহিমায় পেয়েছো গরীমা,
তেমাদের মেলায়,তোমার হেলায় দিয়েছো কষ্টিপা(কষ্ট পাওয়া)।
তেমাদের মেলায়,তোমার হেলায় দিয়েছো কষ্টিপা(কষ্ট পাওয়া)।
আমি সরল,আমি তরল সর্ব অভেদ;
তুমি গরল,তোমরা মোড়ল সর্ব প্রভেদ ;
তুমি হিয়া,আমি য়ে মর্সিয়া -অন্তর্ভেদ।
তুমি গরল,তোমরা মোড়ল সর্ব প্রভেদ ;
তুমি হিয়া,আমি য়ে মর্সিয়া -অন্তর্ভেদ।
তুমি য়ে প্রেমময়ী,তুমি য়ে ছলনাময়ী –
আমি সে প্রেমপ্রার্থী,আমি য়ে বহ্নিজ্বালাসয়ী।
তুমি য়ে প্রতিঘাত, তোমরা প্রভেদ-
আমি সে অন্তর্ঘাত, আমার অন্তর্ভেদ।
আমি সে প্রেমপ্রার্থী,আমি য়ে বহ্নিজ্বালাসয়ী।
তুমি য়ে প্রতিঘাত, তোমরা প্রভেদ-
আমি সে অন্তর্ঘাত, আমার অন্তর্ভেদ।
****************************
পোঃ ফরাজী বাজার,উপজেলাঃ কবিরহাট, জেলাঃ নোয়াখালী।
পোঃ ফরাজী বাজার,উপজেলাঃ কবিরহাট, জেলাঃ নোয়াখালী।