পিচ ঢালা পথ
✍️আবু সাঈদ✍️
(বাংলাদেশ)
পিচ ঢালা পথ কালো কালো
রক্তে হলো লাল,
ধম বন্ধের দুঃশাসন এই
চলবে কতকাল।
বুকের ভিতর অগ্নিগিরি
চোখে লোনাজল,
ধম বন্ধের দুঃশাসন আর
চলবে কত বল?
রক্ত দিয়ে কিনলাম কেন
এমন স্বাধীনতা!
নিত্যদিনই মার খাই কেন
বললে সত্য কথা।
স্বাধীন হয়েও আজ কেন
হায় ধরি পরের হাল,
পিচ ঢালা পথ কালো কালো
রক্তে হলো লাল,
ধম বন্ধের দুঃশাসন আর
চলবে কত কাল।
ত্রিশ লক্ষ দেশজনতার
দিয়েছি যদি রক্ত,
তবে কেন হায় যতদিন যায়
হয় ভিনদেশিদের ভক্ত।
হই দূর্বার ভঙ্গবো এবার
ভিনদেশিদের হাল,
পিচঢালা পথ কালো কালো
রক্তে হলো লাল।
ধম বন্ধের দুঃশাসন আর
চলবে কত কাল?
কৃষ্ণচূড়া যেন লাল হয়েছে
ভাইয়ের লহু নিয়ে,
কত কালো পথ লাল করেছে
নিজের রক্ত দিয়ে।
রক্ত দিয়েই হউকনা মোচন
দেশ বিরোধী চাল,
পিচ ঢালা পথ কালো কালো
রক্তে হলো লাল,
ধমবন্ধের দুঃশাসন আর
চলবে কত কাল?
পিচ ঢালা পথ কালো কালো
রক্তে হলো লাল,
ধম বন্ধের দুঃশাসন এই
চলবে কতকাল।
বুকের ভিতর অগ্নিগিরি
চোখে লোনাজল,
ধম বন্ধের দুঃশাসন আর
চলবে কত বল?
রক্ত দিয়ে কিনলাম কেন
এমন স্বাধীনতা!
নিত্যদিনই মার খাই কেন
বললে সত্য কথা।
স্বাধীন হয়েও আজ কেন
হায় ধরি পরের হাল,
পিচ ঢালা পথ কালো কালো
রক্তে হলো লাল,
ধম বন্ধের দুঃশাসন আর
চলবে কত কাল।
ত্রিশ লক্ষ দেশজনতার
দিয়েছি যদি রক্ত,
তবে কেন হায় যতদিন যায়
হয় ভিনদেশিদের ভক্ত।
হই দূর্বার ভঙ্গবো এবার
ভিনদেশিদের হাল,
পিচঢালা পথ কালো কালো
রক্তে হলো লাল।
ধম বন্ধের দুঃশাসন আর
চলবে কত কাল?
কৃষ্ণচূড়া যেন লাল হয়েছে
ভাইয়ের লহু নিয়ে,
কত কালো পথ লাল করেছে
নিজের রক্ত দিয়ে।
রক্ত দিয়েই হউকনা মোচন
দেশ বিরোধী চাল,
পিচ ঢালা পথ কালো কালো
রক্তে হলো লাল,
ধমবন্ধের দুঃশাসন আর
চলবে কত কাল?