Spread the love
অলোক
—  ভালবাসা  —
(-  অলোক নস্কর  -)
ভালবাসার বহু রূপ
ভালবাসা দামি ,
ভালবাসার অপর নাম
চন্ডীদাস আর রামি ।
ভালবাসার মূল্য দিতে
রহো তার’ই নীড়ে ,
ভালবাসার মর্মর স্মৃতি
যমুনার তীরে ।
ভালবাসা অমূল্য
কল্পতরু নাম ,
ভালবাসার আদি গুরু
কৃষ্ণ-ভগবান ।
অর্থ-বিদ্যা-খ্যাতি দিয়া
হয়-না ভালবাসা বশ ,
সুখী জীবন পাওয়ার তরে
প্রয়োজন ভালবাসার প্রেমরস ।
ভালবাসার অনাদর-
যে-জন নিত্য করেন ,
জীবন হতে বৃক্ষপত্র সম
নিত্য ঝরে পড়েন !
সাত-রাজার ধন এক মানিক
সকল বৃথা হয় ,
ভালবাসায় বঞ্চিত যে-জন
তার হৃদয় আত্মা কয় !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *