কেন চলে গেলে
✍️অর্পিতা দাশগুপ্ত ঠাকুর✍️
—————————————-
জীবন থেকে নিয়েছো ছুটি, নিরব অভিমানে
মনের মাঝে ব্যথার পাহাড় কেউ কি সেটা জানে?
সুখের জীবন ফেলে গেলে, কোন স্বস্তির ডাকে
মনে মনে একলা ছিলে কেউ কি খবর রাখে।
হাসির মাঝে কান্না ছিল, সুখের মাঝে দুখ
চলে গেলে একলা করে, ভাসলো জলে বুক।
পাওনি যে সুখ কোনদিনও, আপন লোকের কাছে
তবুও বলোনি কিছুই কোনদিনও, লোকে বলবে কিছু পাচ্ছে।।
নিজের সঙ্গে লড়াই করে চলেই গেলে শেষে
বুঝতাম না হয়তো কিছুই তবুও বলতে পারতে এসে।।
দিতাম না তো যেতে তোমায় থাকতাম হাত ধরে
কেমন করে যেতে তুমি আমার আঙ্গুল ছেড়ে???
*****************************
জীবন থেকে নিয়েছো ছুটি, নিরব অভিমানে
মনের মাঝে ব্যথার পাহাড় কেউ কি সেটা জানে?
সুখের জীবন ফেলে গেলে, কোন স্বস্তির ডাকে
মনে মনে একলা ছিলে কেউ কি খবর রাখে।
হাসির মাঝে কান্না ছিল, সুখের মাঝে দুখ
চলে গেলে একলা করে, ভাসলো জলে বুক।
পাওনি যে সুখ কোনদিনও, আপন লোকের কাছে
তবুও বলোনি কিছুই কোনদিনও, লোকে বলবে কিছু পাচ্ছে।।
নিজের সঙ্গে লড়াই করে চলেই গেলে শেষে
বুঝতাম না হয়তো কিছুই তবুও বলতে পারতে এসে।।
দিতাম না তো যেতে তোমায় থাকতাম হাত ধরে
কেমন করে যেতে তুমি আমার আঙ্গুল ছেড়ে???
*****************************