মেয়ে রে তুই বড়ই স্বার্থপর
অনুপ কুমার সরকার
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
মেয়ে রে তুই বড় স্বার্থপর
শ্বশুরবাড়ি যাবার পরই
বাপের বাড়ি ভুলে গেলি
শ্বশুরবাড়ি আপন হল
বাপের বাড়ি পর !
শ্বশুরবাড়ি যাবার পরই
বাপের বাড়ি ভুলে গেলি
শ্বশুরবাড়ি আপন হল
বাপের বাড়ি পর !
যে ঘরে তুই বড় হলি
সেই ঘরে তোর নাকি
আর ভাল লাগেনা
উঠতে বসতে ওই বাড়ির গুন্ গাস
অনেক ভাল তোর শ্বশুর বাড়ির ঘর !
সেই ঘরে তোর নাকি
আর ভাল লাগেনা
উঠতে বসতে ওই বাড়ির গুন্ গাস
অনেক ভাল তোর শ্বশুর বাড়ির ঘর !
যত ই কষ্ট দিক না কেন
শ্বাশুড়ি ননদ বর
তবুও মেয়ে তুই মানিয়ে চলিস
শ্বশুর বাড়ির ঘর !
শ্বাশুড়ি ননদ বর
তবুও মেয়ে তুই মানিয়ে চলিস
শ্বশুর বাড়ির ঘর !
মেয়ে রে তুই বড় মিথ্যাবাদী
এক বার ও তো বলিস নিকো
শাশুড়ি মারে চুল ধরে
মারে দেবর বর
মা বাবাকে বলিস না আর
ভাবিস শুধু পর !
এত কষ্টে করিস রে তুই
শ্বশুর বাড়ির ঘর l
মেয়ে রে তুই বল না কেন এত স্বার্থপর ?
এক বার ও তো বলিস নিকো
শাশুড়ি মারে চুল ধরে
মারে দেবর বর
মা বাবাকে বলিস না আর
ভাবিস শুধু পর !
এত কষ্টে করিস রে তুই
শ্বশুর বাড়ির ঘর l
মেয়ে রে তুই বল না কেন এত স্বার্থপর ?