কবিতা : ঘৃণা
✍️মুস্তারী বেগম✍️
*********
জারজের জন্মে বাজেনি শঙ্খ
আস্তকুড়ে মুখ লুকিয়ে নবজাতের স্তন্যপান
টুপ টুপ ঝরে পড়া যৌনতায়
মাটি হয়েছে উর্বর।
বলাকার ঠোঁটে রাতের অভিসার।
নূপুরে বেজেছে বাঈজীর তেজ
জারজ জন্মগাঁথায় উপন্যাস বাজার পেয়েছে।
থরে থরে আলগা মানুষের মিছিল।
আকাশের বুক থেকে খুলে নিয়েছে মেঘের দোপাট্টা
চাঁদটিপ খসে পড়েছে।
দুধেল মুখে শিশুর বিষফেনা।
সমাজের ভাঁজকরা পাতায় লেখা আছে অচ্ছুত কাহিনী।
লিখেছে ঔরসজাত মাতাল পিতা।
ধুমকেতুর মতো আবির্ভাবে কাঁপে সৌরপাড়া।
কিশোরী ত্রস্ত চোখে ধার করা আলো নি এ মিটমিট করে।
ধর্ষক দামামা বাজায়।
পৌরষত্ব গাঁজা র ধোঁয়ার মতো জটপাকিয়ে স্থিত হয় আকাশেই।
গ্রহন নামে।
রাহূ জেগে ওঠে।
শুকনো পারিজাত গন্ধহারা হয়ে ইতিউতি চাই।
জ্যোতির্বিদের ঝোলায় জমা হতে থাকে ঘৃণা।