সমাজটা
–
✍️বীরু✍️
:::::::::::::::::::::::::::::::::
ঘুম নেই দুচোখে
ভাবি শুধু, ভাবতে ভাবতে রাত বাড়ে
দাড়ালাম জানালার পাশে গভীর নিশীথে,
দীর্ঘ ব্যাপ্তি নিয়ে ঐ আকাশ
আমি যেন খুঁজে মরি কাকে,
বিপন্নতা কুরে কুরে খায়
গভীর গোপন কান্না-
চোখ ছুঁয়ে আসে অশ্রুধারা,
শ্রাবনের বারিধারা সম।
কাঁদি অঝোরে।
ইতিহাসের পাতা উল্টে দেখি,
কারা টানছে এ সমাজটাকে পিছন থেকে।
একটি খাদ পেরুতেই দেখি
আরও একটি খাদ সামনে
নেই কোনও সাঁকো যা দিয়ে
পেরোনো যায় ভাঙ্গা সমাজের রাস্তা ।
এ সমাজ … এ সংসারে
কত কথাই তো বলে নিন্দুকেরা
তাই বলে হাত পা গুটিয়ে থাকার
হয় না কোনো মানে।
বরং আরো গজে ওঠো
যা বলে বলুক নিন্দুকেরা
তুই নিজেই বাজা… নিজেই সাজা
ছড়া নিজের ডালপালা .. বনস্পতি
কর নিজের গোপন রোপণ
দেখবে মানুষ . .. বুঝবে,
বলবে ভালমন্দ একদিন এ সমাজ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});