গিঁট
********
ছেঁড়া তারটাকে
গিঁট দিয়েছি এতবার
সে আজ ভারী হয়ে গেছে।
নিজের ভার বইতে তার কষ্ট
সে কি গান শোনাবে
কি ভালবাসবে নিজেকে নিয়েই ব্যস্ত
সমস্ত দিন।
ভাবি গিঁট খুলে দেব
কিন্তু গিঁট খুলে দিলে,
সেতো আর জুরে থাকবে না ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});