Spread the love

| শিরোনাম : মা ||

✍️লেখক : চন্দন চক্রবর্তী✍️
মায়ের হাতে চলছে সেলাইন
নাকে অকসিজেন ।
ফ্যাকাসে শরীর,জ্ঞানহীন দেহ
একটুও নেই বল ।

শ্বাসকষ্ট, লিভার ড্যামেজ,
আরো কিছু উপসর্গ ।
অসুস্থ শরীরে মা শুয়ে আছে
চলছে ডাক্তারি পরামর্শ ।।                                                    

মায়ের ছেলেরা সব নামিদামি
টাকা রোজগার ভারী ।
বড় কাজে তারা ব্যস্ত সদাই
টাকা লোটে কারি কারি।

প্রতিদিন করে ফোনে যোগাযোগ
খরচ যা হয় রোজ ।
রিপোর্ট শুনে টাকা পাঠিয়ে,শেষ করে মায়ের খোঁজ ।

সারাদিন তারা কর্মব্যস্ত
সময় পায় না মোটে ।
রাতে করে তারা চরিত্র নষ্ট,
ইয়ার বন্ধুর সাথে ।       

দেহে জ্ঞান এলে মা খুঁজে ফেরে
ওই বুঝি কেউ এলো !
কিন্তু কোথায় ! কেউতো আসেনি !
তবে কি অসুস্থ হল !

সন্তান তার সব নামি দামি
সময় পায় না মোটে ।
নইলে কি আর না এসে পারে !
তিনি যে মা বটে !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *