ভালোবাসার পদ্যাবলী
✍️কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান✍️
|| চট্টগ্রাম ||
ভালোবাসার পদ্যাবলী চুনোপুঁটির মতো
অবারিত খেলাচ্ছলে লুটোপুটি খায়,
দক্ষিণ হস্তের পাঁচ আঙুলের লিকলিকে
কুসুম কোমল ডগায় ডগায় ।
তবুও কাউকে ভালো না বেসে
ভালোবাসার অযুত রক্তিম পংক্তিমালা –
ছন্দে ছন্দে, রন্ধ্রে রন্ধ্রে,থরে থরে,
আঁজলা ভরে কেবলই সাজাই ।
হয়তো কোন এক অজানা, অচেনা রাজসিক ক্ষণে
অসহ্য সুখে ঝাঁপটানো পেলব ডানার স্পর্শ দহনে,
আপাদমস্তক অণুচক্রিকা নিমেষে ছেঁকে ছেঁকে
বাম অলিন্দের মণিকোঠায় পরম সযতনে রেখে –
অতলান্তিক রোমান্টিকতায় নীরব খুনে ধরা বাসরে
যারপরনাই তুমুল ভালোবাসবো তোমাকে,
হুম !
অহর্নিশি নিশ্চয় বিনিশ্চয় শুধুই তোমাকে !!
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});