কাকলি দাস ঘোষ
#ভালবাসা বেঁচে থাকে#
————————
অনেককাল হল আঁধার সরে নি
অবিন্যস্ত -ছড়ানো চুলের ফাঁকে কেউ হেসে ওঠেনি
অ্যাজিয়ান সমুদ্রের উপর সেই সান্তরিনি দ্বীপের ঘুম ভাঙেনি
কারও ভালবাসায়
সেই বহুকাল আগের বিধ্বংসী আগ্নেয়গিরির তীব্র লাভাস্রোত যেমন দ্বীপের রূপটাই বদলে দিয়েছে
তেমনই বুঝি বদল হয়েছে তার
তবুও গভীর জলের নিমগ্নতায় দ্বীপের বুকটায় আজও জেগে আছে কালডেরা
বুকে আগলে দুই খাড়াই পাহাড়
আর সেই দুই পাহাড়ের বুকে সুতনু পাহাড়ি মেয়ের মত
জেগে আছে দুই স্বপ্নিল শহর
ফিরা -উইয়া
ওরা আজও দুই চোখে স্বপ্ন নিয়ে সমুদ্র দেখে
চেয়ে দেখে চারিপাশের ছোট্ট ছোট্ট শিশুর মত দ্বীপগুলি
আর লাল -কাল -সাদা লাভা পাথরের বিস্তীর্ণ সাগরের চর
আমিও স্বপ্ন দেখি আজও ওই ওদের মত
সে বদলে গেলেও আজও সুন্দর
ঠিক সান্তরিনির মত
তাই ভালবাসা জেগে থাকে-বেঁচে থাকে
ঠিক ওই ফিরা -উইয়ার মত।