Spread the love

আমান টাহম্মেদ (সজিব)

এখানে সব ধরণের মানুষ পাবেন
ছোট বড় বদ মেজাজী,
কেউ বা হাসে মন থেকে হায়
কেউ বা করে ফাতরাবাজী।

কারো চলে ১০টাকায় ঘর
কারো বা অসুখ ১০লাখেতে,
কেউ চলে বাপের টাকায়
কারো ঘারে বাপটা জুটে।

কেউ বা ঘুরে ডিগ্রি নিয়ে
কেউ বা ছিঁড়ে ডিগ্রিটাকে,
টেন পাশের ঐই মুর্খ বেটা
এমবিবিএ এর ডিগ্রি ঘাটে।

পড়াশোনায় ছুটছে সবাই
পড়ছে না কেউ পাঠ্যবইয়ে,
স্কুলেরই কোচিং-গুলোয়
স্যাররা ছুটে ব্যাবসা নিয়ে।

দিন মজুরী খাটছে সবাই
পাচ্ছে না কেউ দিন মজুরী,
গরীব দুখির টাকায় তাদের
হচ্ছে টাক আর বারছে ভুঁড়ি।

টং এর মোড়েই স্বপ্ন সবার
বৃদ্ধ মা টা নিজ গ্রামে,
পত্রিকা গুলো রমরমা সব
বাস্তবতা কেউ না ঘাটে।

কেউ বা ছুটে রেস্টুরেন্টে
কেউ বা থাকে অপেক্ষাতে,
দাম দিয়ে কেনা কুকুর যা খায়
পথশিশুর ভাগ্যে কি জুটে?

এখানে ব্যবসা চলে রমরমা হায়
সারাদিনই সন্ধ্যা বাতি,
বাপ না থাকা শিশুর জন্য
অনিচ্ছায় মা যাচ্ছে খাটে।

জাতি বংশ নির্বিশেষে
সবাই মোরা রক্তে মানুষ,
তবুও কেন ভেদাভেদে
পুড়ছে বাড়ি উড়ছে ফানুস।

সবাই যদি স্বজাতি হয়
তবুও কেন প্রশ্ন উঠে,
মেয়ে বড় কেন ছেলে ছোটতে
ভেদাভেদের দ্বন্দ্বে মাতে।

সব মিলিয়ে বলতে গেলে আমরা যে ভাই লজ্জাজাতী,
নিজের ধর্ম বাদ দিয়ে সব অন্যজনের ধর্মে মাতি…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *