ছাঁচ ভাঙার গান
🌱 🌱 🌱 🌱
অপূর্ব চক্রবর্ত্তী
🌱 🌱 🌱
ছাঁচ ভাঙা মানুষের মতো
স্বপ্ন গুলো ভাঙতে থাকি।
আঙুলের ফাঁকে জমে থাকে
স্বপ্নের রক্ত,মাংস,ক্লেদ,
কখনো বালির মাঝে পরে থাকা
চকচকে অভ্রের কুচি।
ঝুরঝুরে বালির স্পর্শে
অনুভব করি একেকটা মরুঝড়।
স্মৃতি ঝলসে ওঠে বুকের আয়নায়
কখনো তা চাপা পড়ে নিঃশ্বাসে।
যেখানে দাঁড়াবার কথা ছিল
দাঁড়ানো হয়নি সেই ঠিকানায়,
তুমি খুঁজে ফিরে গেছো জানি,
নিজ ঠিকানায়,অথবা অন্য কোনোখানে।
দুটো সমান্তরাল দাগের মাঝে
কোনো কোণ তৈরী হয়না।
যে কোণে রেখে যাবো অজানা ভবিতব্য।
তাই, হাঁটতে থাকি সমান্তরাল দাগে পা মিলিয়ে
নিজের থেকে অনেক দূরে-
কোনো গ্রাম্য বাউলের একতারার তারে
খুঁজে পেতে চাই, জীবনের না সাধা সরগম।
তার পেলব কন্ঠে একবার শুনতে চাই-
‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে,
তাই হেরি তায়, সকলখানে’।।