Spread the love

কবিতাঃ-সুস্থ পরিবেশ চাই

কবিঃ- শম্পা ঘোষ

সুস্থ পরিবেশযুক্ত পৃথিবীতে থাকতে গেলে গাছ থাকা দরকার
প্লাস্টিক বর্জন না করলে রোগ নেবে বিরাট আকার।
যেখানে-সেখানে আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলবে
তবেই তো শিশুরা যোগ্য বাসস্থানে খেলবে।
কফ-থুতু যেখানে- সেখানে নাহি ফেলো
যদি পারো সুন্দর- সুস্থ পরিবেশ গড়ে তোলো।
কল-কারখানার ধোঁয়া উড়ে পরিবেশ দূষন করে
অ্যাজমা -শাসকষ্টে মানুষ অনবরত মরে।
নর্দমা-ডোবাতে মশা-মাছি করে খেলা
মশার কামড়ে মানুষ নাজেহাল সন্ধ্যা হলেই তাদের যেন মেলা।
জল জমতে দিও না কোথাও কোরানা মশার আতুরঘর
হেলা-ফেলা করলেই আসবে জীবনে রোগের ঝড়।
উণ্মুক্ত আলো-বাতাস প্রানে নিয়ে আসে খুশি
তখন মনে হয় একটুখানি বসি।
সুস্থ পরিবেশ গড়তে গেলে সুস্থ মানসিকতা জরুরী
চলো ভাই সবাই মিলে সুস্থ পরিবেশ গড়ি। ।

——————————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *