Spread the love

ওঁরা ছিলেন বলেই
গোবিন্দ মোদক

ওঁরা সেদিন ছিলেন বলে আমরা স্বাধীন আজ,
ভারতবর্ষের মাথার মুকুট স্বাধীনতার তাজ।
সতেরোশো সাতান্নয় পলাশীতে অসম যুদ্ধ হলো,
ভারতবর্ষের স্বাধীনতা-সূর্য হায় অস্ত গেল!
ইংরেজ বণিকের মানদণ্ড হলো যে রাজদণ্ড,
ভারতবাসীদের জীবন-যাপন হলো লণ্ডভন্ড।
ইংরেজদের অত্যাচার আর চললো শোষণ-শাসন,
ওরাই দণ্ডমুণ্ডের কর্তা, নিলো প্রভুর আসন।
অবশেষে জন্ম নিল দেশপ্রেম আর বিপ্লব,
প্রতিবাদের ভাষা শুনে ভয় পেল ওরা সব।
বৈপ্লবিক সব কর্মকাণ্ডে দেশ হল উত্তাল,
শাসক পক্ষও গর্জে উঠল, রক্তচক্ষু লাল!
হত্যা, পীড়ন, জেলের সাজা, আরও দিলো ফাঁসি,
তবুও ওরা পারলো নাকো, জাগলো ভারতবাসী।
লক্ষ লক্ষ শহীদ যোদ্ধার প্রাণের বিনিময়ে,
অবশেষে ইংরেজরা ভারত ছাড়লো ভয়ে।
ভারত পেলো স্বাধীনতা, স্বাধীন পতাকায়,
বিপ্লবীদের সেই আত্মদান যেন ভুলে না যাই।
ওঁরা ছিলেন বলেই কিন্তু আমরা স্বাধীন আজ,
ভারতমাতার মাথার মুকুট স্বাধীনতার তাজ।


স্বরচিত মৌলিক আদর্শমূলক কবিতা।
প্রেরক: গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক – 741103


লেখক পরিচিতি :-
গোবিন্দ মোদক।

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।

পিতা: কানাই লাল মোদক।

মাতা: প্রতিভা রাণী মোদক।

লেখকের জন্ম: ৫-ই জানুয়ারি, ১৯৬৭

বাসস্থান: রাধানগর, কৃষ্ণনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ।

ডাক সূচক- 741103

শিক্ষাগত যোগ্যতা: M.Com (কলকাতা বিশ্ববিদ্যালয়)। 

পেশা: প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগ)-এ কর্মরত।

নেশা: লেখালিখি। বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন: বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।

অপছন্দের বিষয়: যে কোনও ধরনের রাজনীতি।

প্রথম লেখালিখি: প্রথম কবিতা “প্রেম” প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (১৯৮৯) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ’র গল্প) ১৯৮৯ সালে। প্রথম কিশোর উপন্যাস “গুপ্তধনের খোঁজে” প্রকাশিত হয়েছে ১৯৮৯ সালে শারদীয় “আসানসোল হিতৈষী” পত্রিকায়। লেখালেখির সেই প্রবাহ এখনও ভীষণভাবেই বহমান … নানা ধরণের লেখা নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে দেশ ও বিদেশের অজস্র পত্র-পত্রিকা ও দৈনিকে।

প্রকাশিত গ্রন্থ: হারিয়ে গেছে ডাক-বাক্স, ধিতাং ধিতাং বোলে, অদ্ভুত যতো ভূতের গল্প।

প্রকাশিতব্য গ্রন্থ: পদ্য ভরা আমার ছড়া, ছন্দ ভরা আমার ছড়া, রূপকথার রূপ ও কথা, ভয়ঙ্কর প্রতিশোধ, গুপ্তধনের সন্ধানে, জীবনের রোদ-রং ইত্যাদি।

সম্মাননা: পাঠকের ভালোলাগা এবং ভালোবাসা-ই সবচেয়ে বড় পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *