কলমে-শিপ্রা দে রক্ষিত
**************
কবিতা- একে অপরের পরিপূরক
************
একে অপরের পরিপূরক আমরা দুজনেই
চল্লিশ বছর কাটিয়ে দিলাম এইভাবেই।
একুশে আমি আর ত্রিশে তুমি
হলাম বিবাহ বন্ধনে দশই জুলাই,
বাবা ও মাকে ছেড়ে এলাম শ্বশুরবাড়ীতেই,
তুমি আমার কষ্ট বুঝেছিলে তখনই।
ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছো আমাকেই,
আমাদের জীবন হয়ে উঠুক মধুময় এইভাবেই।
আমাদের জীবনের ভালোবাসার চাঁদ
উজ্জ্বলতা বৃদ্ধি করুক সারাজীবনই,
একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকবো চিরকালই।।