Spread the love


                                এই বসন্তে
                       কলমে কবি হামিদুল ইসলাম।

                             

বসন্ত এসে গেছে এই ফাগুনে
হৃদয়ে উৎসব
স্বপ্নীল রাত
চাঁদের পাহাড়ে উঠি রোমান্টিক আবেগ  ।।

কাকে খুঁজি রোজ, কাকে ডাকি
স্মৃতির ঘাটে ফিরে আসে
বাল‍্য কৈশোর
নৌকোর মাস্তুলে পড়ে থাকে ক্লান্তিময় রোদ ।।

ভোরের হাওয়ায় আবির ছড়ায় সূর্য
ভাবনারা নিত‍্য উধাও
উদ্বেলিত প্রাণ
আকাশ ছুঁয়ে যায় প্রতিটি শ্বাস প্রশ্বাস ।।

বসন্ত এসেছে শিশির ধোয়া ভোরের উঠোন
মনের গভীর শীৎকার ।।
______________

One thought on “এই বসন্তে–হামিদুল ইসলাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *