শিরোনাম -উল্টোরথ
কলমে -আজহারুল হক
পঞ্চাশটি বসন্ত শেষে সোফায় আরামের ফাঁকে. ছোট্ট শিশুটির অবুঝ শৈশবে ঝুলে থাকা
অগ্নিকুণ্ড আমি দেখতে পাই।
আমাদেরও মাথায় ঝুলেছিল বজ্র;
আমাদের বিচক্ষণ পূর্বপুরুষ দাবার চালে
বাঁচিয়েছে আমাদের শৈশব-কৈশোর-যৌবন,
কিন্তু এ শিশুরা মৃত্যুর ঘেরাটোপে পেয়েছে চেক,
আমরাতো একটি চড়াইয়ের পর পেয়েছি উতরাই-
এদের যেন চড়াইয়েই সাঙ্গ হবে খেলা।
জরাগ্রস্ত শৈশব হেলে পড়া পিঠে করে বার্ধক্য যাপন
যদি উৎরাইয়ের পরিশীলন ভাগ্যে ঘটে
তখন বার্ধক্যেই ঘটবে অবশিষ্ট শৈশব যাপন।
………. ……….. ……….