ঈদ মোবারক
-কলমে, অনাদি মুখার্জি
ঈদের খুশি সকাল বিকাল, ঈদের খুশি রাতে,
নতুন নতুন জামা পরবো সবাই যেন প্রাতে!
দখিনা বাতাস বেসুরে বাজে গায় না পাখির গান,
চতুর্দিকে ছড়িয়ে আছে যেন এক ক্লান্তির অবসান !
এই ঈদে খুকি বলছে চাই যে তার জরিন ফিতা,
লাল ফিতাতে সাজিয়ে দিল তার পরম মাতা !
আকাশে বাতাসে বইয়ছে আজ এক খুশির মোড়ক,
সবাই কে জানাই ঈদের শুভেচ্ছা বলি ঈদ মোবারক !
প্রাণের হিল্লোল হৃদয় কল্লোল নিস্তেজ হয় ছুটে,
পশ্চিম আকাশে ঈদের নামে যবে বেদনা চাঁদ উঠেছে!
সিমাই ,পায়েস ফিরনি লাগে যেন তবারক,
সবার মুখে হাসি ফুটিয়ে বলি আমি ঈদ মোবারক !