Spread the love
🙏অভিশাপ🙏
✍️ইঞ্জামামুল হক✍️
যে চাষীর ঘরে উনুন জ্বলেনি কয়দিন
চোখে দেখেনি ভাতের ফ্যান;
সে চাষী আজ মৃত্যুর প্রহর গোনে
খাজনার দায়ে অধিকার করেছে যে জমি,
সে জমি তার নেই যে আর ।
ক্ষুধার পেটে লাথি মারে যে সরকার
খাওয়া হয়নি কতদিন পেট ভরে তার;
কোলনের হাহাকার সে পেট কি বুঝবে ?
শিরার রক্তস্রোত কি ভাত ছাড়া বুঝবে ?
মাথার উপর খড়ের ছাউনি ফুটে
বর্ষার ঘোলাজলে ঘরেতে ডাকে 
মহাপ্লাবন ।
সূর্য্যের প্রখর রোদ্রে বাঁশ পাতার ছাউনি
কি সইবে সে উত্তাপ ?
তুমি সরকার যে কেড়ে খাও 
মানুষের অধিকার;
তুমি সরকার যে কেড়ে খাও
মানুষের মুখের ভাত;
তোমার পেটে ফার্মেন্টেশন যেন 
বিষাক্ত করে রক্তস্রোত;
সবুজ পাতার খামে 
লেখা রবে সে অভিশাপ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *