- “আত্মার বাঁধনে বেধে রখো
আমায় আমি হারিয়ে গেলে”
সুফি-সাধক ও কবি
আল-হেলাল শাহ চিশতি আল নিজামী
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
আমি হারিয়ে যাব একদিন রবনা আর এই বাঁকে
তখন আমায় শুধাবে কতজন খুঁজিবে হৃদয় হেঁকে
আজ আছি বলে আমার তেমন মূল্যায়ন নেই
যখন তোমরা খুঁজিবে আমায় আমি যাব হারাই
কাঁদবে জনম জনম স্মরণ করে আমায় তখন
থাকবে আমার বাণী সৃতিকথা দেখো দিয়ে মন
প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম
কিন্তু ! প্রেম পেলাম না প্রেম দিতে ব্যর্থ হলাম
সৃষ্টির সকলের তরে ঋনী আমি ক্ষমা করো ভুলে
আত্মার বন্ধনে বেঁধে রেখো মোরে বাণী অমর আমি হারিয়ে গেলে।
__________***_________
তখন আমায় শুধাবে কতজন খুঁজিবে হৃদয় হেঁকে
আজ আছি বলে আমার তেমন মূল্যায়ন নেই
যখন তোমরা খুঁজিবে আমায় আমি যাব হারাই
কাঁদবে জনম জনম স্মরণ করে আমায় তখন
থাকবে আমার বাণী সৃতিকথা দেখো দিয়ে মন
প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম
কিন্তু ! প্রেম পেলাম না প্রেম দিতে ব্যর্থ হলাম
সৃষ্টির সকলের তরে ঋনী আমি ক্ষমা করো ভুলে
আত্মার বন্ধনে বেঁধে রেখো মোরে বাণী অমর আমি হারিয়ে গেলে।
__________***_________