আর কতবার
* কলমে – বন্দনা কুন্ডু
আর কতবার একলা মেয়ে
একলা হবার জাগাবে ভয়?
আর কতবার দানবগুলো
বলবে নির্জনতা তোমার নয়?
আর কতবার টানলে সাহস
জীবন হবে যন্ত্রনা?
পোশাক কিংবা সাজসজ্জা
ইচ্ছেমতো করতে মানা?
আর কতবার চাইবে বিচার?
আর কতবার অশ্রুজল?
আর কতবার ছিঁড়বে তোমায়
মানুষরূপী হায়না দল?
আর কতবার লোভের পাতে
নারী মাংস হবে জয়ী?
আর কতবার ছিবড়ে দেহ
শরীর হবে রক্তক্ষয়ী?
আর কতবার শবের শেষে
জ্বালবে তোমরা জলন্ত মোম?
কালো পর্দায় ঢাকা আইন
সুবিচারের আশাই ভ্রম!
আর কতবার হে ঈশ্বর
ফুলগুলো সব লুটবে ধূলায়?
আর্জি তাদের সৃষ্টিকালে
যেন স্তন ও যোনি বাদ দেওয়া হয়।।