Spread the love

আমার ভালবাসার ভূবন জুড়ে
কলমে_ সুবীর ভৌমিক

কত সুন্দর এই পৃথিবীর কোলজুড়ে
আমাদের প্রত্যেকের স্বপ্ন সাজানো
মাটির বুকেতে সবুজের আলাপন
মনের মধ্যে কত আশা
তবু রোজ সকাল বিকেল অবসরে
স্বপ্ন দেখে এই মন।
মেঠোপথ খোলা আকাশের নিচে
আমাদের চাষবাস ইচ্ছে পূরণ
ঘর গেরস্থালি পুকুর ঘাট
দীঘির জলে শালুকের হাসিমুখে নতুন
দিনকে বরণ।
আম জাম জারুলের ছায়ায় ঘেরা শান্তি নিকেতনে
আমাদের প্রত্যেকের জন্য বাঁচার স্বপ্ন সবূজের
অমর কানন।
শিশির ভেজা ভোর
পেঁজা তুলোর বিছানায় ঘেরা আকাশ
শীতল শুদ্ধ বাতাস
আর নদীর বুকে বয়ে চলা বিশুদ্ধ জল
মাটির বাড়ি সহজ সরল জীবন
ছোট ছোট স্বপ্ন অল্প কিছু সৃষ্টি
এই নিয়েই আমার জীবন।
আধুনিকতার ছোঁয়া মগজে মননে
বিশাল বিশাল বাড়ি বিলাসবহুল গাড়ি
ধোপদুরস্ত জামাকাপড়
নেই শুধু বিবেক
আছে শুধু দম্ভ
অর্থ শিক্ষার।
মাটির মানুষ হতে চেয়েছিল এই মন
একতারা নিয়ে রাঙামাটির পথে ঘাটে
গান গেয়ে মাধুকরী করে
সহজিয়া হবে বাউল সারাজীবন।
মুঠোফোনে সারাদিন ব্যসততার মাঝেও
একটা নতুন ভুবন
কবিতা গান নাটক স্্সকৃতির মেলবন্ধনে বৈচিত্র্যময় এক মহাজীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *