Spread the love

আমার দূগ্গা কাঠ কুঢ়ানী বন বাদাড়েই থাকে,
ভিজা কাঠ আর অদা চুলহায় গোবর ঘুঁইঠ‍্যা সেঁকে,
দুটা হাত আর কামের বড়াই সব‍্যৈ একলা করে-
মাটির দূগ্গা দশটা হাতে যেমন অসুর মারে!
আমার দুগ্গা মাড়ভাত খায়  লঙ্কাপড়া দিঁয়ে,
লুনের দাম বড়ৈ চঢ়া ভাত সানে ঘাম নিঁয়ে,
উদের পাড়ার দুগ্গা দালান পাথর ঘঁসা শানে;
মানুষ দুগ্গা পায়না শুত্যেই ঘৈল্টে মাটির টানে-
আশ্বিন মাসে শুক্লা তিথি মাটির দুগ্গা পূজা,
মানুষ দুগ্গা ভুখা পেটে জনমের পায় সাজা!
ঠাকুর দালান রঙ ঝকমক কতো আলর মেলা,
আদর সুহাগ ধুরে থাকে সহে পায়ের ঠেলা-
আমার দুগ্গা একলা পথে পন্য হয়ে চলে,
রঙ তামাশার পুতুল হঁয়ে ভাঁসে চৈখ‍্যের জলে,
মাটির দুগ্গা পাচ্ছ‍্যে পুজা মিষ্টি ফল আর ফুলে-
মানুষ দুগ্গা অবহেলায় ভাঁইসছে অথৈ জলে-
কেমন দুগ্গা কৈরছে পুজা সা‌জাঁয় গুজাঁয় কৈরে যতন,
হাজার হাজার মানুষ দুগ্গা ঝৈরছে ফুলের মতন!
আইসছ‍্যে সময় পুব আকাশে উইঠবে রবির ঢেউ,
সবার ঘরেই মালুষ দুগ্গা পার পাবেক লা কেউ-
লিজের মাথায় পৈড়বে যেদিন আকাশ ভাঙা বাজ,
সেদিন বুইঝবে মনে মনে কনটা আসল কাজ!
মাটির দুগ্গা পুরাকালে কৈরলো অসুর বধ,
মানুষ দুগ্গা উঠে ডাঁঢ়ালে সবৈ হবেক রদ।

One thought on “আমার দুগ্গা সবার ঘরে – সত্য দেব (নীল ধ্রুবতারা)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *