অবিন্যস্ত শব্দ পারেনি বোঝাতে
এ অন্তর সতত কি চায়,
তাই বারংবার ভুল বুঝে
প্রিয়জন দূরে চলে যায়।
সাদা কালো সীমারেখা পেরিয়ে
ভিতরে বাহিরে হতে চাই সমান,
তবু জীবনের গোলক ধাঁধায়
প্রতি পদে পদে অপমান।।
মন মুখের একাত্মতায় নিজেকে
অকপটে ধরেছি মেলে,
ঘাত প্রতিঘাতের সঙ্কোচনে
ন্যুব্জ আমি পড়েছি হেলে।
সহজ সরল সততার ভাষা
পায় নি কখনো দাম,
জটিলতার বিপাকে ফেলে
কটাক্ষে হাসে ধরাধাম।।
হৃদয়ের স্বচ্ছতায় দীর্ঘ সম্পর্ককে
মনে প্রাণে করেছি বিশ্বাস,
অতঃপর প্রতারণার দগদগে ঘা
রুদ্ধ করেছে আমার শ্বাস।
চলার পথে যে সখ্যতা গড়ি
যে একবার আসে পরানে,
তারে চিরতরে হারাতে,কাঁটা সম
তীব্র ব্যথা এ বুকে হানে।
শিবজ্ঞানেও হয় জীবপূজা
এ সত্য বুঝেও বোঝে নি,
হয়তো ভাষার অপ্রতুলতা পারেনি
এ অক্ষমতা আমারই তা মানি।।