Spread the love

আমাদের আকাশ
✍️খগেন্দ্রনাথ অধিকারী✍️


তালিবান পশুগুলি সব
অনন্ত নীলিমার তলে
আল্লার দোহাই পেড়ে
দিয়েছে ঝুলিয়ে মানুষ
চলন্ত বিমানের থেকে
দড়ি বেঁধে নীচে।
পঁচিশ বছর আগে
শরিয়তের অজুহাতে
কাবুলের পথে ওরা
নাজিবকে খুঁটিতে টানায় ,
পুরুষাঙ্গ কেটে তার
মুখে পুরে দিয়ে।
অপরাধ ছিল তার
চেয়েছিল মুক্তি দিতে
মোল্লাদের শেকল ছিঁড়ে,
যুগযুগান্ত ধরে
দাসদাসী হয়ে থাকা
কাবুলিওয়ালা আর
যত বোন মাকে।
হিন্দুকুশের কাঁকুরে মাঠে
চেয়েছিল সে আনতে জল,
একান্ত চেষ্টায় ছিল
রহমত জামিলদের ঘরে,
দানাপানি পাঠিয়ে কিছু
অনাহার তাড়াতে।
ভীমরুলের চাকে ঢিল,
হারাম হালাল ভুলে
মিসিসিপির প্রেমজোড়ে,
মিয়ারা মারলো তাই
সাউরী যোদ্ধাকে যত
আফগান মাটিতে। ‌
সিয়ারামের চেলারা ঠিক
এক ই ভাবে ত্রিশূলে বিঁধে,
নাজমার গর্ভস্থ শিশু
ঊর্দ্ধে তুলে নেচেছিল
সবরমতীর তীরে
পাশব উল্লাসে।
খোদার ঝুট বান্দা আর
গেরুয়া ধারীর দল
আমাদের আকাশ
বাতাস,
বিপুল পৃথিবীকে এই
বাপের তালুক ভাবে,
মারো লাথি পাঁজরে।
বাইবেল কোরাণ গীতা
ত্রিপিঠক ছিনিয়ে নাও,
অপবিত্র ওদের হতে,
অসুর কাফের ওরা,
শ্মশানে কবরে পাঠাও,
আজান আরতি ভরুক
মধুর কোরাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *