রঙহীন সবজি বাজারে কেউ কেনেনা
আমাদের কোন রং নেই
কে শোনে কার কথা ?
সময়ের নদীতে জোয়ার ভাটা নেই
নিতান্তই ছাপোষা জীবনে সংকট পাহারা দেয়
পতাকার তলে জড়ো হয় ঘাম
মৃত্যু দূত পাহারা দেয় আয়ুর ক্ষেত
লাশ গুনতে গুনতে কখন যে লাশ হয়ে গেছি কে জানে?
সময় নিঃশব্দে বয়ে চলেছে প্রতিকূলতা মেখে
#############################
২) সময়ের দরজায় দাঁড়িয়ে আছি
একটা উদ্বেগ মেখে পাড়ি দিচ্ছে সময়
বিপন্নতায় ভরা গৃহবন্দী জীবন
তিল তিল করে ক্ষয়ে চলেছে মনুষ্যত্বহীন অহংকার
বিপন্নতায় ডুবে যাচ্ছি লোনা সমুদ্রে
বিশ্বময় মৃত্যুর নিঃসঙ্গ আর্তনাদের প্লাবন
দুহাতে আজ মৃত্যু মৃত্যু ভালোবাসা
লকডাউন হি হি করে হাসছে
অজ্ঞাতবাসে টাঙানো আছে মৃত্যুর পরোয়ানা
মৃতময় কালবৈশাখী আসছে ধেয়ে
বোধশূন্য উপলব্ধি
সংকটময় অপেক্ষারা ইজেলে বন্দী
পূর্ণ হচ্ছে অপদার্থের বোধশূন্য করল
ছিঁড়ে খুঁড়ে যায় বেদনাতুর হাহাকার
ঢলে পড়ছে অসহায়ত্বের অগ্নি নিশান
কূশল জিজ্ঞাসা গুলো মুখ থুবড়ে পড়ে আছে
পাখিরাও ভুলে গেছে কিচিরমিচির ডাক
নতুন ভোর মেলে ধরুক রক্তিম আলো
স্বজনেদের সাথে চায়ের কাপে উঠুক তুফান
সরে যাক উদ্বেগের ভোর
ভোরের আজান আসুক ভেসে
চলো সবাই সেজদায় লুটিয়ে পড়ি তার পায়ে
#############################