Spread the love


আনকোরা বসন্ত

কলমে কবি পুনম বোস

দূর কোনো গন্তব্যে পথ চলা
প্রভাতী ভৈরবীতে সেসবের মৃদু হাওয়া পলকা চুম্বন আঁকে
বিগত রাতে জমা ছিল কিছু আনকোরা বসন্ত ও তার বাহার
বসন্ত হয়ত জানে না তার সৃজনেও হানা দিতে পারে ঐ বেওয়ারিশ অব্যর্থ ব্যাথার প্রহেলিকা…
স্টেয়ারিং বাঁকে রাখা আছে বৈকি ভ্রামনিক আকাশ
বিস্তৃত শরীরে ফাগুনের মাঠ,শস্য জলা জমি,শুক্লপক্ষের আধো চাঁদ ;
দূরে জংলা গাছে কাকের একটানা আহবান
মিলনের অথবা মরনোত্তর যা কিছু অবশ্যম্ভাবি ঘোষণা রেখে দিতে চায় প্রদাহিক আলোর উত্তরন……

দূর কোনো বৃন্ত ভ্রমনে পথ চলা
চেনা পরিধি  ছাড়িয়ে চাকার ঘূর্ণন  হাঁটে পথ
আগুন রঙা পলাশ বনে এখনো সুষুপ্তির তন্দ্রা
বাতাস রেখে যায় অপরাহ্নের আমন্ত্রন ও তার অপরাজিত মহুলি আতর……
মুকুলের আম্রপালিও তার বাকলে রেখে যায় শতাব্দীর গুঞ্জন
শুধু এক পথিকের চোখে এখনো বিষাদের ছায়া
ঐ পথিক হয়ত জানে অঘোষিত যা কিছু তার উত্তরনে প্রসবমুখী অজস্র মাস্তুলের মঞ্জরি এবং উন্মুক্ত আকাশ ————-

দূর কোনো গন্তব্যে ভেসে যাওয়া
দুপুরের সাইরেনে সূর্য এঁকে যায় আল্পনা ঐ বসন্ত আকাশে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *