আজব পৃথিবী
✍️হরিহর বৈদ্য✍️
(ডায়মণ্ড হারবার, দঃ ২৪ পশ্চিম বঙ্গ)
আমরা সবাই সমাজবদ্ধ জীব
আনন্দেতে থাকি যে একসাথে
চীন থেকে এক করোনা রোগ এসে
ধ্বংস করতে চাইছে পৃথিবীকে।
দেখেনি কেউ এমন পরিস্থিতি
হারিয়ে গেছে ভালোবাসা প্রীতি।
আছে কেবল মৃত্যুরই হাতছানি
ভয়ে সবার যায় বুঝি প্রাণ খানি!
এর থেকে বাঁচতে যদি চাও
ঘরের মধ্যে নিজেকে লুকাও।
মনটাকে কী আটকে রাখা যায়?
যতই থাকি শুয়ে বিছানায়।
কেমন করে ঘরেতে তাই থাকি,
ছটফটিয়ে কাঁদছে যে মনপাখি।
আজ যে তাহার আকাশ দেখা মানা
আতঙ্কে তার ভয়ার্ত মুখখানা।
আসবে কবে আবার সুদিন ফিরে
মিলবো সবাই জীবন নদীর তীরে।
থমকে যাওয়া আজব পৃথিবীটা
কলোরবে উঠবে আবার মেতে।