আক্ষেপ
শব্দতন্ত্র তেমন সুজোগ দেয়নি,
গভীরতার কঠোরতা সহজ হবে?
নারাজ মন যে সে অসহ্য.
সময় যদি দীর্ঘমেয়াদি হয়
সুযোগ এর অপেক্ষা কষ্টকর.
একটা সুন্দর গল্প শোনাবো?
মসৃন হবেনা ; হয়তো কাল, সত্য
ফেইসবুক এবং তারপর
জানতে চেয়েছিলাম.
অনুসন্ধান নয়, শুধু কৌতূহল!
সে অনেক ভুলের ক্ষমা ,
করেছি অনেক বছর আগে!
না চাইলেও একদিন কথা বলতে পারতে, হয়তো দড়ি দরকার হতো না.
না চাইলেও একদিন কথা বলতে পারতে, হয়তো দড়ি
দরকার হতো নাl