আইন ফাঁদে –মানুষ কাঁদে
ড. সেকেন্দার আলি সেখ
কাঁদে নারী, কাঁদে কিশোর–কান্নার রোল দেশ জুড়ে
বিদ্রোহটা ছড়িয়ে পড়ে জেলায়-জেলায় সব মোড়ে
পুলিশ এসে পেটায় মানুষ, ধর্ষকেরা — পগার পার
জানোয়াররা খিল্লি কাটে, আইন-কানুন ধারেনা ধার
মিছিমিছি পুলিশ ছোটে– বাজে সাইরেন বারংবার
পুলিশের নেই করার কিছু,ধর্ষক-ক্যাডার পার্টিনেতার l
নারী তো মায়ের প্রতীক, খাচ্ছে তাঁকে জানোয়ার
দেশ ও জাতির ডুবিয়ে মান,করছে ভোগ বারংবার
কামড় দিয়ে সব জানোয়ার, মনের সুখে মাংস খায়
ধনীর দুলাল কুকুরগুলো খুনটা করে পালিয়ে যায়
কুকুর-বিড়াল- রাত-হায়েনা নৃত্য করে– রাত-দিনে
থানাতে ছড়িয়ে টাকা, ঠাকুর জগন্নাথকে নেয় কিনে l
সাত- সকালে খবর-অলা ছবি তুলেই খবর লেখে
হাজার হাজার পাবলিকেরা মায়ের ছবি সব দেখে
পুলিশ আসে সরিয়ে মানুষ, খৈনি টেপে হাতে -হাতে
অফিসার তো মওকা খোঁজে, আসবে কত এই খাতে
সুশীল সমাজ মিছিলে বার হয়, রাজপথেতে শেম শেম
ধর্ষণ বন্ধ করে নারী বাঁচাও, বন্ধ করো রেপের গেম l
মানুষ কাঁদে, আইন ফাঁদে — অন্যায়ের হয়না শেষ
এমন ভাবেই ধর্ষণ -খুনে এগিয়ে চলে মহান দেশ l