অহমিকা
ডঃ অরুণ চক্রবর্তী
একটি কথা মনে রেখো, যা তোমাকে অহঙ্কার ও অহমিকার দিকে ঠেলে দেয় তা কখনো বিদ্যা হতে পারে না; তা অবিদ্যা এবং ব্যক্তিগত যা কিছু, যা আমিত্য জাগায় তা কখনো চিরস্থায়ী হতে পারে না। সব সময়ে মনে করবে ঈশ্বরের অস্তিত্ব আছে বলেই করতে পারছো সব। অতএব, কিছুই আমার নয়, সবই তিনি দিচ্ছেন; সব কিছুই তার, এই মনোভাব না হলে,আমাদের কিছু হবে না।আমরা সবাই ভালো করে জানি যে, যা কিছু আমরা পাচ্ছি বা নিচ্ছি, সবই এখান থেকেই শুরু হচ্ছে, এখানেই শেষ হয়ে যবে, সবই রেখে যেতে হবে।
তাই নিত্য ও সত্যকে আমাদের খুঁজতে হবে ও পেতে হবে। আর সেই সত্য বা নিত্য হলো পরম ব্রহ্ম, নিত্য শুদ্ধ্ আর শুদ্ধ স্ব্ত্ত, ব্রহ্ম।
এটি আমার মনে হয় যে, এই ব্রহ্ম বিদ্যার অনুসন্ধান ও অনুশীলনের একমাত্র দেশ, আমাদের এই ভারতবর্ষ।।
(REGISTERED UNDER COPYRIGHT ACT)