Spread the love

কবিতা :- #অসুখ

লিখনে :-# বীরেন_আচার্য্য

অসুখ

পৃথিবীটা কি হাঁটছে আজ ?  হাঁটছি কি আমরা ?
প্রাপ্তি -অপ্রাপ্তির দোলাচলে আজ যেন সব ,
অচেনা , অজানা কত সে কক্ষপথ ;
অতৃপ্তির দীর্ঘশ্বাসে লক্ষ‍্যহীন লক্ষ‍্য-
সবাই আড় চোখে চায়
পরস্পর পরস্পরের দিকে ,
বিশ্বাস বিশ্বাসহীন
অসুখ !
গভীর অসুখ !
আহ্নিক বার্ষিক গতি
ঋতুর ঋতু বন্ধে ঋতুজরা ,
সূর্যও কৃপণ আজ  দিতে আলো
রাতের আকাশে নক্ষত্ররাও ম্রিয়মান , মলিন বড় –
নীহারিকার বুকে হয় না আঁকা কোন ছবি
নেই তৃপ্তির হাসি আগের মতন ;
আতঙ্কের অমাবস‍্যা ঘিরে ধরে –
স্তব্ধতার দমবন্ধে ধরা ,
অসুখ ! অসুখ !
পৃথিবীর ।
বড় ব‍্যাধি !
বড় কঠিন অসুখ !
আসমুদ্রহিমাচল শুধু নয় , বিশ্ব –
বন্দীত্বের পৃথিবীতে যাক্ মুছে সীমারেখা
রাজনীতির স্বার্থ ভরা  চির উলঙ্গ গণতান্ত্রিক আস্ফালন ;
চেতনাহীন চেতনার বুকে জ্বলুক বাতি –
বন্ধ হোক মৃত‍্যু মিছিল ,
মানবতা বাঁচুক আবার
বাঁচুক জীবন ,
জীবন ! 
চাই নির্মলতা ,
চাই আরোগ‍্য  পৃথিবীর –
চাই তৃপ্তির সেই হাসি , 4
অনাবিল , আনন্দের সেই জীবন ছন্দ ;
আরোগ‍্যের পৃথিবীতে ঋতু হোক ঋতুমতী আবার ,
তোমার ,আমার ,সবার সচেতনতাই পারে এনে দিতে –
কাঙ্খিত পাখি ডাকা ভোর আগের মতন ;
অসুখ ! গভীর অসুখ  আমাদের পৃথিবীর !
এসো সবাই অসুখটা সারাই ,
সচেতনতার দূরত্ব গড়ি –
চাই আরোগ‍্য
পৃথিবীর !
              ——————–×——————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *