অসহায়
কলমে:নূপুর দাস
*””””””””””*
অসহায় আমি বড়ই
দূষিত সৌন্দর্যে যৌবনে
লুপ্তপ্রায় সব গরিমা
পেয়েছি অকাল বন্ধনে।
বক্ষে দুঃখ যন্ত্রণার পাহাড়
গতি হয়েছে রুদ্ধ
চরিত্রে কালিমা লিপ্ত
চলছে মনের যুদ্ধ ।
চুরি হচ্ছে সবুজের প্রাণশক্তি
নষ্ট হল সুমধুর সংগীত
মুছে দিয়েছো অস্তিত্ব
দেখছি অশুভ ইঙ্গিত।
রুদ্ধ করেছে গতিধারা
ঢেলে দিয়েছো বিষ
লোলুপ দৃষ্টিতে হয়েছি বলি
সইছি অহর্নিশ ।
নষ্ট হয়েছে বস্তুতন্ত্র
ফেলে দিয়েছে বিপন্নতায়
দূষণের ফলে নিশ্চিত পতন
পড়েছি অমানবিকতায়।