ঘুড়ি
অলোক কুমার প্রামাণিক
_____________________
উড়ছে ঘুড়ি ঘুরছে লাটাই
পড়ছে সুতোয় টান
আকাশ তলে মেঘের কোলে
করছে রোদের স্নান।
হন হনিয়ে উড়ছে তারা
ওড়ার কতই ছন্দ
পেটকাটি আর চাঁদিয়ালে
চির দিনের দন্দ্ব।
হাওয়ার তালে ওড়া উড়ি
পাখির সাথে গান
কখন যেন ভুলে সে যায়
সুতোয় তার প্রাণ।
ডানা মেলে বনের পাখি
যখন তাকে বলে
আমার সাথে দূর আকাশে
যাবে নাকি চলে?
যেতে পারলে তোমার সাথে
ঘুড়ি বলে, বাঁচি
ইচ্ছে থেকেও পারছি নে ভাই
সুতোয় বাঁধা আছি।
উড়ছে ঘুড়ি ঘুরছে লাটাই
পড়ছে সুতোয় টান
আকাশ তলে মেঘের কোলে
করছে রোদের স্নান।
হন হনিয়ে উড়ছে তারা
ওড়ার কতই ছন্দ
পেটকাটি আর চাঁদিয়ালে
চির দিনের দন্দ্ব।
হাওয়ার তালে ওড়া উড়ি
পাখির সাথে গান
কখন যেন ভুলে সে যায়
সুতোয় তার প্রাণ।
ডানা মেলে বনের পাখি
যখন তাকে বলে
আমার সাথে দূর আকাশে
যাবে নাকি চলে?
যেতে পারলে তোমার সাথে
ঘুড়ি বলে, বাঁচি
ইচ্ছে থেকেও পারছি নে ভাই
সুতোয় বাঁধা আছি।