কবিতা – বড় দেরী হয়ে যাচ্ছে
কলমে – অমিত কুমার রায়
আমি পাথরের মত বসেথাকি
বাঁদরের মতো চেয়ে দেখি —
দাঁত খিঁচই — ‘ হচ্ছেটা কি ?
নীরবতার কোনো শত্রু নেই !
” থু ” করে সদর্পে রাস্তায় ফেলে
রাঙা হয়ে ওঠে রাস্তার বুক —
ওরা কারা? কেন যায়নি কারায় !…
সমাজের কথা থাকে না মনে,
প্রশাসনের কথা রাখেনি স্মরণে;
ওরা যন্ত্রণা যতনা নিজেরা পায়
তারচেয়ে বেশি মানুষকে বিঁধে বেড়ায়।
ওরা নিজেরা কিছু না হারালে
দেবেনা তোমাকে কিছু দেবেনা —
বড় দেরী হয়ে যাচ্ছে এই সময় !…..