Spread the love
কামনার শঙ্খচিল 
🌱🌱🌱🌱🌱🌱


  – অমিতাভ মীর 
কবিতার বেদীতে দৃশ্যমান চিন্ময়ী শাহানাজ,
অক্ষরের ভাঁজ খুলে হই তার মুখোমুখি, 
মরেছে সে ছুঁয়েছে যে অমর প্রেমের তাজ;
কনক দ্যুতিতে ছায়া ফেলে যায় বেদনার নীল।
বেদী ছেড়ে বুকে টেনে নিলে উভয়েই সুখী,
ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে উড়ে যায় কামনার শঙ্খচিল। 
ভালোবেসে কাছে টানে মায়া মরীচিকা, 
হৃদয়ের তন্ত্রীতে অনন্ত বিরহের সুর বাজে,
বাতায়নে জেগে কাটে ঘুমহীন রাত একা;
সারাদিন আনচান মন নেই কোন কাজে।
রাতের শয্যায় তাকে স্বপনে যে পাই কাছে,
ঘুম ভেঙে গেলে হায়, বড় ব্যথা বুকে জাগে।
কবিতার খাতা ভরে লিখেছি শুধু তোমারি নাম, 
বর্ণমালা আনমনে একে একে রচেছে শ্লোগান,
মিলনের রাজপথে মুহুর্মুহু শব্দের মিছিল;
বিরহ বিদায় নেবে এইবার ভালোবাসার ওঙ্কারে।
বেদীমূল ছেড়ে দেবী বাসা নেবে বুকে,
অভিমান ভুলে প্রিয়, ঝুলে যাবে বাহুমূলে।
★★★★★★★
©অমিতাভ মীর
চুয়াডাঙ্গা, বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *