• Thu. Aug 18th, 2022

অন্য মহালয়া – মনীষা বন্দ্যোপাধ্যায়

দেবীপক্ষের  শুভারম্ভ
জীবনে  তবু  অন্যসুর
কাশের  বনে  দীর্ঘশ্বাস
শিউলির  হাসি  দূর।

যদিও সূর্য   তেজদীপ্ত
নদী  ছন্দেতে  মত্ত
অবসাদ ছুঁয়ে ক্লান্ত মানুষ
ভুলেছে  বাঁচার  শর্ত।

হি়ংসা মত্ত  পৃথ্বীর বুকে
ওঠে  প্রলয়ের  ধ্বনি
মারীর ভয়ে ভুল সুরে বাজে
ব্যথাতুর আগমনী।

যা দেবী  সর্ব  ভূতেষু
ক্ষমা  রূপেন স়়ংস্থিতা
মাভৈ মন্ত্রে  নিভিয়ে  দাও
অগ্নিগর্ভ    চিতা,

আবার ধরনী ছন্দে ফিরুক
হোক  আরো  মধুময়
ভয় দূর হয়ে বসুধা হোক
নিরাপদ  আশ্রয়।।

Spread the Kabyapot

Leave a Reply

Your email address will not be published.

আপনার প্রদেয় বিজ্ঞাপনের অর্থে মুদ্রিত কাব্যপট পত্রিকা প্রকাশে সাহায্য করুন [email protected]