Spread the love

কবি পরিচিতি  
  —————– 
 অনমিতা ভট্টাচার্য্য ( Anamita Bhattacharya),  কলকাতা,  ভারত ( kolkata,  India ),  কবি ও রবীন্দ্রসংগীত  শেখান ! বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন !  

 ——————————– 
 অনমিতা ভট্টাচার্য্য এর তিনটি কবিতা  
——————————–

ঝড়  
———- 
 অনমিতা ভট্টাচার্য্য   
 
আকাশ ঘন কালো করে মেঘ জমেছে,  
    মনে হচ্ছে এখুনি বৃষ্টি শুরু হবে! 

সঙ্গে ঝড় উঠেছে,  
    এলোমেলো হাওয়া ! 

এমন ঝড় — অম্ফান,  
  যে-ঝড়ে সব কিছু ছারখার হয়ে গেলো,  

সাধের গাছ ভেঙে পড়ে গেলো,  
সন্তানের ব্যথা পেলে  
     মায়ের যত কষ্ট হয় —- সেরকম ! 

কত মানুষ গৃহহীন হয়,  
  খানিকক্ষণ পরে সব শান্ত !

কারোর জীবনে এরকম ঝড় ওঠে…

ভিতরের সাধের গাছকে  

   একটু -একটু যত্ন করে বড় করা,  
   সাধের বাড়ি গুছিয়ে রাখা,  

           সব একটা ঝড়ে…   

বাহিরের ঝড় দেখা যায়,  

কিন্তু,  মনের ঝড়?  

          ===============

আম্ফান   
   —————— 

     অনমিতা ভট্টাচার্য্য  

আম্ফান,  তুমি সব ভেঙে গুঁড়িয়ে  
    সবাইকে নিঃস্ব করে 
                   চলে  গেলে !

আর কোনোদিন ফিরে এসো না ! 

       ================== 

একা  
   ——– 
     অনমিতা ভট্টাচার্য্য  

যেদিন মানুষের জন্ম হয়,  
    একাই পৃথিবীতে আসে,  
যেদিন পৃথিবী ছেড়ে চলে যায় — 
          একাই চলে যায় ,  

মাঝের কটা রাত — কিছু গল্প !

       =================

বিজ্ঞাপন : অ্যমাজনে পাওয়া যাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *