প্রতিদান
✍️অনন্যা দে✍️
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটিবারও রাখতে পারতে ও দুটি চোখ এ চোখে তে
হয়তো বুঝতে, যে হৃদয় আজ আবেদনে ফেঁপে উঠেছে
যে মুখ আজ ভাষা হারিয়ে স্তব্ধ – যেন স্রোত হীন নদী
আর এই চোখ, সেতো নিশিরাত খোঁজে তোমারই প্রতিচ্ছবি।
তবে থাক তাকিও না দুটি এ
দুটি চোখে
যাও দূর হতে দূরান্তে
মানুষ যে আজ ধুঁকছে সংক্রমণে
আক্রান্ত করো তাদের ভালোবাসার রোগে।
যে ভালোবাসায় প্রাণ তোমা তে ছড়িয়েছে
ভরিয়ে দাও তাদের হৃদয় সেই ভালবাসার সংক্রমণে
সব ভুলে হোক আরো একবার মানবতার জয়।
আজ নয় নাই বা বললাম, ফিরে এসো ফিরে এসো
বরং, বাঁচিয়ে তোলো
বাঁচিয়ে তোলো।।