Spread the love

*****অতীত******
কলমে——হারাধন ভট্টাচার্য্য।

দিনের উজ্জ্বল আলোয়  যা অস্পষ্ট
রাতের গভীর অন্ধকারে তা সুস্পষ্ট ও বাঙ্ময়
সেটা হলো আমার “অতীত”।
আমার অতীত, গভীর ঘুম থেকে ডেকে জাগায়
আমায় স্পর্শ করে, পাশে বসে ফিসফিস করে,
আমার অবচেতনে আমাতেই  আমি হারিয়ে যাই ।
নদীর কলস্বরের মতো, ভোরের পাখির কাকলীর মতো,
কখনও শিশুর হাসির মতো, অন্ধকার কথা কয় , চমকে উঠি, চারিপাশে হাত রেখে  খুঁজি,
যে  সুন্দর গন্ধটা আমায় মাতাল করেছিল,
যার স্পর্শে একটা অন্য জগৎ আমাকে ঘিরে ছিল ,
সেই “অতীত”, সেই স্বপ্নময় “অতীত”।
বাইরে হৈমন্তিক শীতলতা, কুয়াশা আঁকা জ্যোৎস্না
তন্দ্রা আনে, হয়তো “অতীত ” ভাবনার ডানা মেলে
আবার পরীর দেশে চলে গেছে।
আবার এসো, আমার ঘুমের দেশে,
তোমার সাথে অনেক কথা বাকি আছে,
হয়তো সে কথা শেষ হবে না কোনোদিনই।

*************সমাপ্ত **************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *